Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

দ্বিতীয় ধাপে ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে চান ৪০৮০ জন

অক্টোবর ১৮, ২০২১, ০৬:০০ পিএম


দ্বিতীয় ধাপে ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে চান ৪০৮০ জন

দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চার হাজার ৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রতীকে এ ভোট হলেও চেয়ারম্যান হতে ইচ্ছুক এসব প্রার্থীদের অর্ধেকেরই বেশি নির্দলীয় বা স্বতন্ত্র।

এসব ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ৪১ হাজার ৭৯০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। ১১ নভেম্বর এ ধাপের ভোট রয়েছে। দ্বিতীয় ধাপে ৬৪ জেলার ১১৩ উপজেলায় ৮৪৬ ইউপির নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার ছিলো রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন। ২১ অক্টোবর বাছাই ও প্রত্যাহারের শেষ সময় রয়েছে ২৬ অক্টোবর।

ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান জানান, এবার ৮৪৬ ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ১৪২৫ জন, স্বতন্ত্রী প্রার্থী ২৬৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে চেয়ারম্যান পদে চার হাজার ৮০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৯ হাজার ৫৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ১৪৯ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। এ ধাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৭টি দলের প্রার্থী রয়েছে। 

এর মধ্যে আওয়ামী লীগের ৮৩৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬৮ জন, জাতীয় পার্টির ১০৭ জন, জেপির তিনজন, বাংলাদেশ কংগ্রেসের সাতজন, জাকের পার্টির ৪৯ জন, জাসদের ২৬ জন, সিপিবির পাঁচজন, সাম্যবাদী দলের তিনজন, গণতন্ত্রী পার্টির দুইজন, বাসদের দুইজন, বাংলাদেশ খেলাফত মজলিশের তিনজন, খেলাফত মজলিশের দুইজন, জমিয়তে উলামায়ে ইসলামীর একজন, ওয়ার্কার্স পার্টির পাঁচজন, ইসলামী ঐক্যজোটের একজন এবং এনপিপির তিনজন রয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাতটিতে এবং রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার একটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। 

এরমধ্যে প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে ১০০৭ ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। ধাপে ধাপে ভোটের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি।