Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সভাপতি হিসেবে নাসিমকেই চান অনেকে

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২২, ২০২২, ০৭:১৫ পিএম


সভাপতি হিসেবে নাসিমকেই চান অনেকে

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংঘের তৃতীয় মেয়াদের (২০২২-২৫) নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন গত দুবারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। ২০০৯ সালে আলী যাকের ও তুষার খানের কমিটিতে ‘অভিনয় শিল্পী সংঘ’র দপ্তর সম্পাদক ছিলেন নাসিম। 

তখন থেকেই তিনি শিল্পীদের নানা সমস্যা, রাষ্ট্রের প্রতি শিল্পীর দায়িত্ব, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব— এসব বিষয়ে পর্যবেক্ষণ করেন। অনেক দিনের পর্যবেক্ষণের পর ‘অভিনয় শিল্পী সংঘ’র ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে তিনি পরপর দুই সেশনে (২০১৭-১৯) এবং (২০১৯-২১) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

আহসান হাবিব নাসিম ‘অভিনয় শিল্পী সংঘ’র দায়িত্ব নেয়ার পর সংগঠনটির চেহারাই বদলে যায়। শিল্পীদের নানা সমস্যা দূরীকরণে তিনি দিনের পর দিন যে শ্রম দিয়েছেন, শিল্পীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলে আহসান হাবিব নাসিম হয়ে উঠেছেন সব শিল্পীর প্রিয় এক মানুষ, প্রিয় এক সাংগঠনিক শিল্পী। আর তাই এবারের ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে সভাপতি পদে ভোটারদের বেশিরভাগই নাসিমের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছেন।  

আহসান হাবিব নাসিম বলেন, ‘পরপর দুবার এই সংঘের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। শিল্পীদের নানান সমস্যায় নিজের কাজকে পাশে রেখে তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করেছি। গত দুই সেশনে অনেক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। 

তারপরও আমার কাছে মনে হচ্ছে, শিল্পীদের মধ্যে জেনারেশন টু জেনারেশন একটা গ্যাপ রয়ে গেছে। আবার শিল্পীদের প্রকৃত চাওয়া কী— সেটাও পরিষ্কার নয়। যে কারণে শিল্পীতে শিল্পীতে দূরত্ব, তাদের চাওয়া কী, এসব বিষয় সমন্বয় করার পাশাপাশি শিল্পীদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর প্রচেষ্টা থাকবে আমার আগামীতে। অবশ্যই আমি অভিনয় শিল্পী সংঘ পরিবারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য।’ 

এবারের ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন খায়রুল আলম সবুজ, নির্বাচন কমিশনার হিসেবে আছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ, আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন মামুনুর রশীদ, সদস্য হিসেবে আছেন বৃন্দাবন দাস ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।