Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

ধর্ম অবমাননা করে শিক্ষকের বই প্রকাশ ও বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  

নভেম্বর ২২, ২০২০, ১০:১৫ এএম


ধর্ম অবমাননা করে শিক্ষকের বই প্রকাশ ও বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন অশ্লীল ভাষা ব্যবহার ও সৃষ্টি কর্তার প্রতি অশালীন মন্তব্য করে ‘Theories and Thoughts’ নামে একটি বই প্রকাশ করে ছাত্র ছাত্রী ও সাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করেছে। এতে ফুঁসে উঠেছে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ। 

মনির হোসেন তার লেখা ' ‘Theories and Thoughts’ বইটিতে ৪৩ পৃষ্ঠায় ৫১৮ নং বাক্যে উল্লেখ করেন-  ‘There is no God and no saitan but man and both of them are available in man.’ অর্থ- স্রষ্টা  নাই, শয়তানও নাই, কিন্তু মানুষ আছে। আর মানুষেই ও দুটো আছে। তিনি  ৪৬ পৃষ্ঠায় ৫৩৬ নং বাক্য আরও উল্লেখ করেন- ‘ Creator is an opportunist, liquid substance.’ 'অর্থ- স্রষ্টা হচ্ছে একটি সুবিধাবাদী তরল পদার্থ। 

এছাড়াও বইটিতে বিভিন্ন পৃষ্ঠায় নানাভাবে তিনি অশ্লীল বাক্য তৈরী করে , সষ্ট্রা ও তার সৃষ্টিকে নিয়ে মতামত প্রকাশ করেছেন। উল্লেখ্য মনির হোসেনের প্রকাশিত ‘Theories and Thoughts’ বইটি দি নাগরপুর প্রিন্টিং প্রেস থেকে প্রকাশ করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা মুসলমান হিসাবে এর তীব্র প্রতিবাদ জানাই। এই বই বাজেয়াপ্ত করা হোক ও অভিযুক্ত শিক্ষককের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে কঠোর শাস্তির দাবি করছি। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন- ‘Theories and Thoughts’ বইটিতে ধর্মবিরোধী বক্তব্য রয়েছে। অভিযোগ পেলে বইটির লেখকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আমারসংবাদ/কেএস