Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সন্তানের কোলে মা, নাতির কোলে দাদি; দিলেন ভোট

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ১০:৩৫ এএম


সন্তানের কোলে মা, নাতির কোলে দাদি; দিলেন ভোট

বগুড়া জেলার গাবতলী উপজেলার ৯টি ইউপিতে ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৫ জানুয়ারি)  সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল ৪টায় শেষ হয়।

গাবতলীতে পঞ্চম ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নে মোট ৫৯জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনে ১’শ ২১ জন ও সাধারণ সদস্য পদে ৩’শ ৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭ শ ২১ জন।

উপজেলার সদর ইউনিয়নের তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বেলা ১২ টায় ছেলে আব্দুল লতিফ (৫২) এর কোলে চড়ে ভোট দিতে আসেন ১০০ বছর বয়সী লায়লা বেগম।

লায়লা বেগমের ছেলে আব্দুল লতিফ জানান, তার মা কথা বলতেও হাটটে পারে না। কিন্তু ইশারা করে ভোট প্রদানের ইচ্ছা করে। মায়ের ইচ্ছা পূরণ করতে কোলে করে ভোট দেয়ার জন্য নিয়ে এসেছে। তিনি যে মার্কা হাত দিয়ে দেখে দিয়েছে সেখানেই তার ভোট দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আমার মায়ের বয়স জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী ১০০ হয়েছে।

এদিকে, শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ভাটিলংগড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নাতি দুলাল মিয়ার কোলে  উঠে ভোট দিয়েছেন। তার বাড়ি ভাটিলংগড়পাড়া গ্রামে। স্বামী জাবেদ আলী মারা গেছে দুই যুগ আগে। তার ৪ ছেলে ২ মেয়ে। চরম দারিদ্র্যতার মধ্যে তার সংসার চলে। 

আমারসংবাদ/এআই