Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

এয়ার এশিয়ার নিখোঁজ বিমানের ব্লাকবক্স উদ্ধার

জানুয়ারি ১২, ২০১৫, ০৬:১৩ এএম


এয়ার এশিয়ার নিখোঁজ বিমানের ব্লাকবক্স উদ্ধার

 

এয়ার এশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের ব্লাকবক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) জাভা সাগরের তলদেশ থেকে ওপরে তোলা হয়েছে।
 
স্থানীয় সময়  সোমবার সকালে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রধান বামংবাং সোয়েলিস্তো দলের প্রধান ব্যামব্যাং সোয়েলিস্তো এ খবর নিশ্চিত করেছেন । খবর রয়টার্স
 
তিনি বলেন, সোমবার সকাল ৭টা ১১ মিনিটে চার ডুবুরির সাহায্য ব্লাকবক্স ওপরে তোলা হয়। এই শুভ সংবাদের পর  আমরা এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডিভাইস ককপিটের ভয়েস রেকর্ডার খুঁজছি।
 
তদন্তকারীরা জানায়, উদ্ধার করা এ ব্লাকবক্সটি জার্কাতায় নিয়ে বিশ্লষণ করা হবে। এ যন্ত্র থেকে তথ্য সংগ্রহ করতে প্রায় দুই সপ্তাহ লাগতে পারে বলে জানান তারা।
 
১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর ভোরে ‌ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই এয়ার এশিয়ার কিউজেড৮০৫১ ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। এরপর আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় বিমানটি উদ্ধারে তৎপরতা শুরু করে ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত উড়োজাহাজের প্রায় ৪৮টি মৃতদেহ উদ্ধারের দাবি করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।