Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

যুক্তরাষ্ট্রে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০

জানুয়ারি ১৫, ২০১৫, ০৫:৩০ এএম


যুক্তরাষ্ট্রে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০

 
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে বরফাচ্ছন্ন পথের কারণে কারাবন্দিদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে অন্তত ১০ জন নিহত হন। বুধবার এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

রাজ্য কর্মকর্তা শেরিফ মার্ক ডোনাল্ডসন জানিয়েছেন, বাসটি একটি ওভারপাস থেকে পিছলে নিচে ট্রেন লাইনের ওপর পড়ে যায়। এসময় একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। ।

টেক্সাসের কর্মকর্তা জানিয়েছেন, বাসটিতে ১২ জন বন্দি ও তিনজন কর্মকর্তা ছিলেন। বাসটি অ্যাবিলেনির একটি কারাগার থেকে বন্দীদের নিয়ে এল পাসো’র আরেকটি কারাগারে যাচ্ছিল।

টেক্সাস ক্রিমিনাল জাস্টিস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় আটজন বন্দী ও দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন।
স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, তারা পাঁচজনকে চিকিৎসা দিচ্ছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।

ইউনিয়ন প্যাসিফিক রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসের ধাক্কায় ট্রেনের কোনো যাত্রী আহত হননি। তবে দুর্ঘটনার পর থেকে ট্রেনটি আর অগ্রসর হয়নি।