Amar Sangbad
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫,

মাকে ধর্ষণ করল ছেলে!

মে ৮, ২০১৬, ০৮:০১ এএম


মাকে ধর্ষণ করল ছেলে!

“বারবার বলেছিলাম তুই আমার ছেলে। তোকে আমি জন্ম দিয়েছি। তুই আমার সঙ্গে এরকম করতে পারিস না। কিন্তু, শোনেনি ও। বারবার আমাকে কুপ্রস্তাব দিত। আমি বারণ করার পরও জোর করে আমায় ধর্ষণ করে।” কথাটা বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন এক বৃদ্ধা। বয়স ৭০। ভারতের ছত্তীসগঢ়ের বেমেতারার ঘটনা।

প্রথমবার ছেলের হাতে ধর্ষিত হওয়ার পরও পুলিশে অভিযোগ দায়ের করেননি তিনি। ভেবেছিলেন ছেলে হয়তো নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু, তা হয়নি। দ্বিতীয়বার ধর্ষিতা হওয়ার পর নিজের মেয়েকে সব কথা খুলে বলেন ওই বৃদ্ধা।

এরপরই তাঁর মেয়ে ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বেমেতারা পুলিশ স্টেশনে। ওই থানার এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, “অভিযুক্ত কোনওরকমভাবেই মানসিক বিকারগ্রস্ত ছিল না। মদ্যপ অবস্থায় সে মাকে কুপ্রস্তাব দিত। ধর্ষণও করে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।” ছেলে গ্রেফতার হওয়ার পর বৃদ্ধা মা চাইছেন তার কঠোর শাস্তি।