Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

দাফনের স্থান না পেয়ে পুড়ানো হচ্ছে মরদেহ

মার্চ ২১, ২০২০, ১১:৫৪ এএম


দাফনের স্থান না পেয়ে পুড়ানো হচ্ছে মরদেহ

ইতালিতে প্রতিদিন শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে ভয়াবহ করোনাভাইরাস। এসব মরদেহে উপচে পড়ছে দেশটির মর্গগুলো। দাফনেরও স্থান নেই ইতালির কবরস্থানগুলোতেও। আর তাই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে।

২৪ ঘণ্টাই মরদেহ পুড়ানো হচ্ছে। একদিনে ২৫টির মতো মরদেহ পুড়ানো যায়। পুড়ানোর পর ছাইগুলো আবার মরদেহ যে এলাকা থেকে এসেছে সেখানে ফিরিয়ে দেয়া হবে। খবর: ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।

ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, কবর দেয়ার স্থান সংকুলান না হওয়ায় গত বুধবার রাতে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডির বারগামোর শহরের বাইরে নিয়ে যাওয়া হয় শত শত কফিন। এতে ব্যবহার করা হয় সেনাবাহিনীর ১৫টি ট্রাক।

এসব ট্রাকে করে শহরের একটি কবরস্থান থেকে দাফনের জন্য অন্য অঞ্চলে নেয়া হচ্ছে করোনা আক্রান্তদের মরদেহ।

ইতালির বারগামো শহরের মেয়র গিয়োরগিয়ো গোরি বলেন, মৃতের আসল সংখ্যা আরো বেশি কারণ করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া অনেক মৃতের শরীরে ভাইরাসের পরীক্ষা করা হয়নি।

উল্লেখ্য,নভেল করোনাভাইরাসে ইতালিতে ৪০৩২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।

আমারসংবাদ/এআই