Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ইউরোপজুড়ে ফের বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২০, ০২:২৩ পিএম


ইউরোপজুড়ে ফের বিধিনিষেধ

করোনা ভাইরাসে সংক্রমণের হার ক্রমাগত বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং বার বন্ধের নির্দেশ দিয়েছে চেক রিপাবলিক। সংক্রমণ থামাতে কারফিউ জারির প্রস্তুতি নিচ্ছে আরেক ইউরোপীয় রাষ্ট্র ফ্রান্স।

নতুন করে লকডাউন ঘোষণা করেছে মহাদেশটির উত্তরাঞ্চলীয় রাষ্ট্র নেদারল্যান্ডও। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউকে সামনে রেখে ইউরোপ জুড়ে নতুন করে বাঁধা নিষেধ আরোপ করছে সরকারগুলো। এ খবর দিয়েছে বিবিসি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্যারিসসহ দেশটির প্রধান শহরগুলোতে বাধানিষেধ আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন। স্পেনের কাতালুনিয়া প্রদেশেও সাময়িক লকডাউন ঘোষণা বিবেচনা করা হচ্ছে। সমগ্র ইউরোপজুড়েই করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এরমধ্যে বুধবার রেকর্ড সংক্রমণ হয়েছে রাশিয়ায়।

এদিন দেশটিতে ১৪ হাজার ৩২১ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২৩৯ জন।

যেসব রাষ্ট্র এর আগে করোনা মোকাবেলায় বড় ধরণের সফলতা দেখিয়েছিল তারাও এবার সংক্রমণ থামাতে ব্যর্থ হচ্ছে। এরমধ্যে অন্যতম হচ্ছে জার্মানি। দেশটিতে গত এপ্রিল মাসের পর এই প্রথম একদিনে ৫ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে।

সূত্র- বিবিসি বাংলা