Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আফগানিস্তানে ন্যাটো মিশনের সমাপ্তি ঘোষণা

ডিসেম্বর ২৯, ২০১৪, ০৫:১৯ এএম


আফগানিস্তানে ন্যাটো মিশনের সমাপ্তি ঘোষণা

  ১৩ বছর পর আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে কমব্যাট মিশন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্স ফোর্স (ইসাফ)। গতকাল এ ঘোষণা দিয়ে ইসাফের মার্কিন কমান্ডার জেনারেল জন এফ. ক্যাম্পবেল বলেন, একটি যুগের অবসান হচ্ছে। শুরু হচ্ছে নতুন আরেকটি যুগের। জোটের সব সদস্যকে স্মরণ করছি সম্মানের সঙ্গে। স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এ লড়াইয়ে যেসব প্রিয়জনকে হারিয়েছি।


তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসার সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন তিনি। বলেন, অন্ধকার যুগে ফেরার কোন সুযোগই নেই। আমরা চলে যাচ্ছি। এখন শত্রুদের সময় প্রেসিডেন্ট আশরাফ গনির ডাকে শত্রুদের সাড়া দেয়া। তাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে। শান্তির পথে আসতে হবে। জাতিকে পুনর্গঠন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হানিফ আতমার। তিনি ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর সেবার ভূয়সি প্রশংসা করেন।


গত ১৩ বছরে আফগান যুদ্ধে ৩৫০০ সেনা সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ২২০০ জনই আমেরিকার। ন্যাটোর মিশন সমাপ্তির মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ন্যস্ত হলো। তারা নতুন বছরের ১লা জানুয়ারি থেকে এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন করবে। তা সত্ত্বেও ১০৮০০ মার্কিনি সহ ১৩০০ ন্যাটো সেনা সদস্য অবস্থান করবে আফগানিস্তানে। তারা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে।