আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৮, ০৫:৫১ এএম
বিশ্বের বিভিন্ন দেশের বার কিংবা রেস্তোরাঁতে হরহামেশাই পাওয়া যায় ভদকা, মদসহ নানা কিছু। সম্প্রতি একটি ভদকার বোতল চুরি হওয়াতে হইচই শুরু হয়ে গেছে। অবশ্য এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কারণ চুরি হওয়া ভদকাটি বিশ্বের সবচেয়ে দামি ভদকার বোতল। আর এ আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ডেনমার্কের একটি বারে।
বিবিসির এক সংবাদ থেকে জানা যায়, কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, বিখ্যাত ক্যাফ-৩৩ বার থেকে চুরি করা এই বোতলটির দাম ১.৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১০ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকা।
বলা হচ্ছে শুধু দামের দিক দিয়ে নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি মদের মধ্যে একটি। বিশ্বের মদপ্রেমীদের কাছে ক্যাফ-৩৩ বার একটি আদর্শ স্থান। এই মদের বোতলটি সেরা সংগ্রহের জন্য পরিচিত। এখানে বিশ্বের অনেক দামি মদ সুন্দর বোতলের মধ্যে পাওয়া যায়। এই ক্যাফের বিশেষত্ব হলো, এখানে মদ প্রদর্শনের জন্য সাজানো থাকে।
যে বোতলটি চুরি হয়েছে সেটা সোনা ও রুপা দিয়ে তৈরি। তার সঙ্গে হীরাও লাগানো রয়েছে। অবশ্য চুরি হওয়া ভদকার বোতল উদ্ধারে পুলিশ ইতিমধ্যে নেমে পড়েছে।