Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

পৃথিবীর সবচেয়ে বড় পুরুষাঙ্গ নিয়ে গিনিসে নাম চান রবার্ট

সেপ্টেম্বর ৭, ২০১৫, ০৫:৪৯ এএম


পৃথিবীর সবচেয়ে বড় পুরুষাঙ্গ নিয়ে গিনিসে নাম চান রবার্ট

   ৫২ বছর বয়সী রবার্ট এসকুইভেল ক্যাবরেরা চান নিজের নামটা গিনিস বুকে লেখা থাকুক। কারণ তার দাবি বিশ্বের সবচেয়ে বড় পুরুষাঙ্গ তারই। যার দৈর্ঘ্য ১৮ দশমিক ৯ ইঞ্চি। এরআগে জোয়ান ফেলকন বিশ্বের সব থেকে বড় পুরুষাঙ্গের অধিকারী ছিলেন। তার পুরুষাঙ্গের দৈর্ঘ্য ছিল ১৩ দশমিক ৫ ইঞ্চি।

তবে রবার্টের ক্ষেত্রে বাধ সাধলেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, রবার্টের পুরুষাঙ্গ ১৩ ইঞ্চি পর্যন্ত চামড়ার ভেতরে রয়েছে। এক্সরে করার পরই ধরা গেছে যথাযথ দৈর্ঘ্য।

এদিকে নিজের পুরুষাঙ্গ নিয়ে রীতিমত বিরক্ত রবার্ট। কারণ তিনি ঠিক মতো কাজ করতে পারছেন না। এমনকি কোনো নারীও তার সঙ্গে সম্পর্কে জড়ায় না। তবে তার সবচেয়ে বেশি দুঃখ গিনিস বুকে এখনো পর্যন্ত তিনি স্বীকৃতি পাননি। আশাবাদী রবার্ট বলেন, ‘আমি চাই গিনিস আমাকে স্বীকৃতি দিক।’