Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

ঘোড়ার সাথে সেক্স করায় গ্রেফতার যুবক

অক্টোবর ২৩, ২০১৫, ১০:২১ এএম


ঘোড়ার সাথে সেক্স করায় গ্রেফতার যুবক

      ঘোড়ার সাথে সেক্স করায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অ্যালান ব্ল্যাকম্যান (৩১) নামের ওই ব্যক্তিকে সম্প্রতি আটক করা হয়। বিবাহিত জানানো হলেও, তার সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশ করা হয়নি। অ্যামেরিকার ভার্জিনিয়ার নরফক শহরের এক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অ্যালানের কীর্তির সন্ধান পায় পুলিশ। সেইমতো তাকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে নিজের দোষ স্বীকার করে সে। আজ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।

সম্প্রতি নরফকের রেডেনহিলের এক আস্তাবলে একটি ঘোড়াকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। তার পরিস্থিতি ভালো না থাকায়, ঘোড়াটিকে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অ্যালানের বিষয়ে জানতে পারে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করা হলে, বিষয়টিকে অসুস্থ মানসিকতার লক্ষণ বলে মানসিক অবস্থার রিপোর্ট চান বিচারক। দোষ স্বীকার করে বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করে অ্যালান।