Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনায় বিশ্বে আক্রান্ত ৬ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২০, ০৫:১০ এএম


করোনায় বিশ্বে আক্রান্ত ৬ কোটি ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১ লাখ ৫ হাজার ৭৪০ জন। মৃত্যুর সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৬৮ জন। এছাড়া এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৭৩ জন। 

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৬৫ হাজার ৮৯১ জন মৃত্যুবরণ করেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ২২ হাজার ২১৬ জন মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ৭৪৩ জন। 

ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনের।

এদিকে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৪৮ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জনে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত বছর চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। পরে চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। 

আমারসংবাদ/জেডআই