Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’!

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৫, ২০২০, ০৯:৩৫ এএম


সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’!

আজ সন্ধ্যার আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘নিভার’। ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। বুধবার দেশটির কয়েকটি রাজ্যের উপকূলে  ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১২০-১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এরইমধ্যে বাতিল করা হয়েছে একাধিক বিমানও। জানা যায়, বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে।

এছাড়া দেশটির তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন আংশিক চলবে।

এদিকে নিভারের কারণে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জানা যায়, রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি ১৪৪ ধারা জারি থাকতে পারে।

আমারসংবাদ/এমআর