Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

স্ত্রীকে খুশি করতে চাঁদের জমি কিনে দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২০, ০৮:১০ এএম


স্ত্রীকে খুশি করতে চাঁদের জমি কিনে দিলেন স্বামী!

বিবাহ বার্ষিকীতে স্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করলেন স্বামী। কিনে দিলেন চাঁদের জমি।

ভারতের রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিশেষ দিনটিকে স্মরণীয় করতে চাঁদে তিন একর জমি উপহার দিলেন স্ত্রী স্বপ্না আনিজাকে। 

ধর্মেন্দ্র বলেন, বিয়েবার্ষিকীর দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিয়েবার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি। 

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি মহাজাগতিক উপহার কিনতে সময় লেগেছে একটি বছর। 

ধর্মেন্দ্র আনিজা বলেন, আমি খুব খুশি, কারণ রাজস্থানে থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম। 

স্ত্রী স্বপ্না বলেন, আমি খুব খুশি হয়েছি। কোনো দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমায় এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিয়েবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়।

আমারসংবাদ/জেআই