Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আরও ভয়ঙ্কর মহামারি সামনে আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২০, ০৬:৫৫ এএম


আরও ভয়ঙ্কর মহামারি সামনে আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও ভয়ঙ্কর মহামারি সামনে আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে বর্তমান করোনা মহামারির মারাত্মক প্রভাব পড়েছে। তবে এর মধ্যে ভয়ঙ্কর এ মহামারির দুঃসংবাদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অবশ্য এ জন্য তা মোকাবেলায় প্রস্তুতির বিষয়েও পুরো বিশ্বকে আরও আন্তরিক হতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ লাখ ৮১ হাজারের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ কোটি ৭৭ লাখ ৯৯ হাজারের বেশি।

এদিকে গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

আমারসংবাদ/জেডআই