Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ভারতের থেকে আলাদা জম্মু-কাশ্মীর, লাদাখ!

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১০, ২০২১, ১১:৫৫ এএম


ভারতের থেকে আলাদা জম্মু-কাশ্মীর, লাদাখ!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি মানচিত্র প্রকাশ করেছে, যাতে জম্মু-কাশ্মীর, লাদাখ ভারত থেকে বাদ পড়েছে। এ নিয়ে চলছে বিতর্ক।

মানচিত্রটিতে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ছাই রঙে চিহ্নিত করা হয়েছে। এদিকে গোটা ভারত চিহ্নিত হয়েছে গাঢ় নীল রঙে। সেই ছাই রং দিয়েই চিহ্নিত করা হয়েছে আকসাই চীনকেও। 

কোভিড-১৯ ড্যাশবোর্ডে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কোন দেশ করোনায় কতটা ক্ষতিগ্রস্থ, সেই তথ্য মানচিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই মানচিত্র নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।

ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মানচিত্রের কড়া সমালোচনা করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই মানচিত্র জাতিসংঘের থেকে অনুমতি নিয়েই প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের গাইডলাইন মানা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রবাসা ভারতীয়দের একাংশ দাবি করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড়সড় আর্থিক অনুদান পায় চীন থেকে। ফলে এমন মানচিত্র প্রকাশে চীনের ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। 

আমারসংবাদ/জেআই