Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ভারতে নতুন সঙ্কট বার্ড ফ্লু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১১, ২০২১, ০৮:৪৫ এএম


ভারতে নতুন সঙ্কট বার্ড ফ্লু

করোনা মহামারির মধ্যেই ভারতের সামনে নতুন সঙ্কট। এবার দিল্লি এবং মহারাষ্ট্রে বার্ড ফ্লু ধরা পড়ার কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১০ জানুয়ারি) রাজ্য দুটিতে বেশ কিছু পাখির মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ জানুয়ারি) ন্যাশনাল ল্যাবরেটরিতে সেসব মৃত পাখির নমুনা পরীক্ষায় বার্ড ফ্লু ধরা পড়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবারই বৈঠকে বসতে যাছে কেন্দ্রীয় সরকার। তবে দেশটিতে বার্ড ফ্লুর সংক্রমণ এখনও মানুষের মধ্যে ছড়ায়নি। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বিষয়টি জানানো হয়।

বার্ড ফ্লু দমনের বিষয়ে স্থানীয় সময় সোমবার দুপুর ৩টায় বৈঠকে বসবেন সংসদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটি। রোগ দমনে প্রয়োজনীয় টিকাসহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখতে পশুপালন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তলব করেছে ওই কমিটি। জরুরি বৈঠকে বসবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।

এর আগে দেশটির উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে বার্ড ফ্লু ধরা পড়ে। বার্ড ফ্লু ধরা পড়ার পর সবচেয়ে বড় পোল্ট্রি বাজারে মুরগি আমদানি নিষিদ্ধ করেছে দিল্লি। সম্প্রতি দিল্লির পারভানি জেলার একটি গ্রামে প্রচুর মুরগি মারা গেছে। নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ধরা পড়েছে।

গত শনিবার ভারতে বার্ড ফ্লুতে ১২শ পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত হরিয়ানায় সবচেয়ে বেশি পাখির মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহে সেখানে চার লাখের বেশি পাখির মৃত্যু হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীর ও ছত্তিশগড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


আমারসংবাদ/এমএ