Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

এবার ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২১, ০৯:৩৫ এএম


এবার ট্রাম্পের ইউটিউব চ্যানেল বন্ধ!

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের পর এবার বন্ধ হলো ইউটিউব চ্যানেলও।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সাময়িকভাবে ট্রাম্পের ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেয় গুগল। 

এছাড়া নিয়ম ভেঙে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার অভিযোগে তার একটি ভিডিও-ও সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ইউটিউব কর্তৃপক্ষ বিবৃতির মাধ্যমে জানায়, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি আজ থেকে চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনো কিছু আপলোড করা যাবে না বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ইউটিউবের এ নিষেধাজ্ঞা আগামী সাত দিন বহাল থাকবে বলেও জানানো হয়।

আমারসংবাদ/জেডআই