Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পদত্যাগ করলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২১, ০৬:০০ এএম


পদত্যাগ করলেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন সিনেট থেকে পদত্যাগ করেছেন। 

সোমবার (১৮ জানুয়ারি) সকালে পদত্যাগ করেন তিনি। 

এদিকে আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। এই কারণে দুই দিন আগেই তিনি পদত্যাগ করেন।

পদত্যাগের পর এক খোলা চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে হ্যারিস লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা অত্যন্ত সম্মানের বিষয় ছিল। এটা শেষ নয়, শুরু। সিনেটের সভাপতি হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিতে আমি পদত্যাগ করছি।

তবে হ্যারিস পদত্যাগ করায় ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। দীর্ঘ ছয় বছর আবারও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে এসেছে ডেমোক্রেটদের হাতে। ১০০ আসনের সিনেটে দুই দলেরই আসন এখন ৫০-৫০। তবে টাই ব্রেকিং ভোট দেওয়ার ক্ষমতা ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট কমলার হাতে থাকায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ মূলত ডেমোক্রেটরাই।

এদিকে কমলা হ্যারিসের পদত্যাগে তার স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। যিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

আমারসংবাদ/জেডআই