Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ফিলিপাইনে ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২১, ২০২১, ০৩:১০ পিএম


ফিলিপাইনে ৭ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৮টা ২৩ মিনিটে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এসোসিয়েট প্রেস (এপি)।

এপির প্রতিবেদনে বলা হয়, দেশটির সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্র অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই। ভূমিকম্পটির কেন্দ্র ছিলো দাভাও অকিসিডেন্টাল থেকে ২৩১ কিলোমিটার দূরে। 

এখন পর্যন্ত ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সুদূর জেনারেল সান্তোস শহরে পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এছাড়া দাভো শহরে চার মাত্রার এবং বিসলিগ এবং সুরিগাও ডেল সুর শহরে দুই মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ১৯৯০ সালে দেশটির উত্তরাঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুই হাজার মানুষ নিহত হয়।


আমারসংবাদ/এমএ