Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ইরাকে আইএস’র হামলায় আশ-শাবি’র ১১ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২১, ১০:৩০ এএম


ইরাকে আইএস’র হামলায় আশ-শাবি’র ১১ যোদ্ধা নিহত

ইরাকের উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের হামলায় দেশটির জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। তবে এখনো হামরার দায় স্বীকার করেনি আইএস। দেশটির নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

হাশদ আশ-শাবি’র কর্মকর্তা আবু আলী আল-মালিকি এএফপি’কে জানান, শনিবার রাতে তাদের ২২তম ব্রিগেডের ওপর অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডারসহ ১১ জন নিহত ও ১০ জন আহত হয়। কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থাটিকে দেওয়া সাক্ষাৎকারে এ হামলার জন্য আইএস কে দায়ী করেছে।

জানা যায়, শনিবার রাতে হালকা অস্ত্রসস্ত্র নিয়ে প্রদেশটির রাজধানী তিকরিতের কাছে হামলা চালায় জঙ্গিরা। রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন পথচারী নিহত হওয়ার দু’দিন পর দেশটিতে এ ঘটনা ঘটলো।

ইরাকে আইএস জঙ্গিরা পরাজিত হলেও তাদের কেউ কেউ এখনো দেশটিতে ঘাপটি মেরে আছে এবং সুযোগ পেলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে।

আমারসংবাদ/এমএ