ইয়েমেনে আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইয়েমেনের রাজধানী সানা সহ অনেকগুলো শহরে আমিরেকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দেশটির লাখ লাখ সাধারন মানুষ। এসময় বিক্ষোভকারীরা দেশটির হুথি আন্দোলনের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান।
আমেরিকাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃত উৎস’ আখ্যায়িত করে তারা দাবি করেন, ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের মূল হোতা আমেরিকা। বিক্ষোভকারীরা এসময় মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহবান জানান।
এক বিবৃতিতে বিক্ষোভকারীরা দাবি করেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা যে মানবতাবিরোধী আচরণ করছে সেটাই প্রকৃত সন্ত্রাসবাদ। ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে সেটাই মূলত সন্ত্রাসবাদ।

ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র নয় দিন আগে হুথি আনসারুল্লাহর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এ ঘটনায় বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের নিন্দা জানায়।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব যে আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন জানায় ওয়াশিংটন।
আমারসংবাদ/এমএ