Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সু চির কার্যালয় ঘিরে রেখেছে জনগণ

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১২:৩০ পিএম


সু চির কার্যালয় ঘিরে রেখেছে জনগণ

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সুচির কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) কার্যালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হয়। খবর পার্সটুডে ও মিয়ানমার নাউ।

এনএলডি দলের কার্যালয় ঘিরে রাখা জনতার ব্যারিকেডের পেছনে বিপুল অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশের উপস্থিতি ছেলো। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিক্ষোভাকারী জনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় তারা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও সুচির মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ডি ফ্যাক্ট নেত্রী স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট মিন্টসহ কয়েকশত সংসদ সদস্যকে আটক করে সামরিক শাসন জারি করে। গত ১০ দিন ধরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে দেমটির সাধারন জনগণ।লোকজন অং সান সুচিসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দাাবি করছেন। পাশাপাশি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে।

আমারসংবাদ/এমএ