Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে ৪ নারী এনজিওকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১২:২৫ পিএম


পাকিস্তানে দুর্বৃত্তদের গুলিতে ৪ নারী এনজিওকর্মীর মৃত্যু

পাকিস্তানে চার নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজেদের গাড়িতে করে যাওয়ার সময় রাস্তায় গুলি করে হত্যা করা হয় তাদের। খবর রয়টার্সের।

উত্তর ওয়াজিরিস্তানের পুলিশপ্রধান শফিউল্লাহ গন্দপুর জানান, নিহত চারজন প্রশিক্ষণ দানকারী একটি এনজিওতে কাজ করতেন।

তিনি বলেন, সন্ত্রাসীরা নারীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং হত্যা করছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা এখনই বলা যাচ্ছে না।

এ ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো দল বা গোষ্ঠী।  ধারণা করা হচ্ছে, নারীদের পড়াশোনা ও বাইরে কাজের বিরোধিতা করা কোনো উগ্র মুসলিম গোষ্ঠী এই হামলা চালাতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালে নারী শিক্ষার পক্ষে কথা বলায় কিশোরী মালালা ইউসুফজাইকে গুলি করে মারাত্মকভাবে জখম করেছিল পাকিস্তানি তালেবান গোষ্ঠী। অবশ্য প্রাণে বেঁচে যান তিনি। ওই ঘটনার দু’বছর পর বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা।

আমারসংবাদ/এমএ