Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

বাইডেনের প্রথম বৈঠক ট্রুডোর সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১১:২৫ এএম


বাইডেনের প্রথম বৈঠক ট্রুডোর সঙ্গে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি কোন নেতার সঙ্গে এটাই বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। খবর বিবিসির।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এই দুই শীর্ষ নেতার মধ্যে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন এবং চীনের বিষয়ে পারস্পরিক নীতিতে অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন দুই বিশ্বনেতা। এসময় চীনে বন্দি থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা করেছেন তারা।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূণ্যতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করার বিষয়ে আশাবাদী এই দুই রাষ্ট্র নেতা।

উল্লেখ্য, প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। তাই যার যার কার্যালয়ে বসে অনলাইনেই নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন তারা।

আমারসংবাদ/এমএ