Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তানের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৩:৫০ পিএম


যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তানের সম্মতি

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে দক্ষিন এশিয়ার দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। এছাড়া অন্য সব চুক্তি কঠোরভাবে মেনে চলতে রাজি হয়েছে প্রতিবেশী দেশ দুটি। খবর পার্সটুডের।

দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে আলোচনার পর যুদ্ধবিরতির বিষয়ে এই সমঝোতা হয়।  গত কয়েক বছর ধরে কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, দুই দেশের ডিরেক্টরস জেনারেল অব মিলিটারি অপারেশনস বা ডিজিএমও’র মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। এ সময় তারা আলোচনার মাধ্যমে ওই কৌশল নির্ধারণ করেছেন।

এতে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সেক্টরেও সমঝোতা ও অস্ত্রবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। এই অস্ত্রবিরতি বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা।

আমারসংবাদ/এমএ