Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় আবারো ইয়েমেনদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২১, ০২:২৫ পিএম


সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় আবারো ইয়েমেনদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। জেদ্দা নগরীতে অবস্থিত এ তেল স্থাপনা থেকে সারাবিশ্ব জুড়ে তেল সরবরাহ হয়ে থাকে। 

বৃহস্পতিবার (৪ মার্চ) হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী আরামকো তেল স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি। কুদস-২ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। ইয়েমেনি সামরিক বাহিনী সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে।

এর আগে, ২০১৫ সালে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে। জবাবে আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আমারসংবাদ/কেএস