Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

মোজাম্বিকে হোটেলে জঙ্গিদের হাতে ১৮০ জন জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ০৯:৫০ এএম


মোজাম্বিকে হোটেলে জঙ্গিদের হাতে ১৮০ জন জিম্মি

মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি হোটেলে বিদেশি কর্মীসহ অন্তত ১৮০ জন আটকা পড়েছে। জঙ্গিরা হামলা চালানোর পর তিনদিন ধরে তাদের সেখানে জিম্মি করে রেখেছে। 

শুক্রবার নিরাপত্তা সূত্র ও কর্মীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।

প্রত্যক্ষদর্শী সূত্র ও একটি মানবাধিকার গ্রুপ জানায়, কাগো দালগাদো প্রদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কাছে পালমায় হামলার পর বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর জানা গেছে।

[media type="image" fid="117360" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

জঙ্গিরা বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা শুরু করে। এতে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেন।

এলএনজি সাইটে থাকা এক কর্মী শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে বলেন, ‘জঙ্গিদের হামলায় প্রায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।’ এ কর্মীকে আফুঙ্গিতে সরিয়ে নেওয়ার পর তিনি এসব কথা বলেন। তিনি নিহতদের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

[media type="image" fid="117359" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘স্থানীয়রা বনাঞ্চলে পালিয়ে গেলেও বিদেশিসহ এলএনজি কোম্পানির কর্মীরা হোটেল আমারুলায় থাকতে অস্বীকৃতি জানান। নিরাপদ কোনো স্থানে চলে যাওয়ার জন্য সেখানে তারা অপেক্ষা করছে।’ 

মানবাধিকার গ্রুপ জানায়, স্থানীয়ভাবে আল-শাবাব হিসেবে পরিচিত একটি গ্রুপের সঙ্গে হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে।

আমারসংবাদ/এএসএম