Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মিশরে কায়রোতে ভবনধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১০:০০ এএম


মিশরে কায়রোতে ভবনধসে নিহত ১৮

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশরের রাজধানী কায়রোতে ১০তলা একটি ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

শনিবার (২৭ মার্চ) এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি দিয়েছে আরব নিউজ।

এর আগের দিন দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহতের শোক কাটিয়ে না ওঠতেই শনিবার ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটল। খবর আরব নিউজের।

গেসর সুয়েজ জেলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

তারা আরও জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

কায়রো গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি বেসমেন্ট, এক তলা ও উপরের ৯টি তলা নিয়ে গঠিত ভবনটি সম্পর্কে স্থানীয় সময় ভোরে জরুরি সতর্কতা জানানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, গভর্নর খালেদ আবদেল আল তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

নির্মাণ বিধিমালা না মেনে অপরিকল্পিত জরাজীর্ণ প্রাঙ্গণ গড়ে ওঠায় মিশরে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কটি মারাত্মক ভবন ধসের ঘটনা ঘটেছে।

আমারসংবাদ/এএসএম