Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বাংলায় তৃণমূলের হার নিশ্চিত: যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ১১:৩০ এএম


বাংলায় তৃণমূলের হার নিশ্চিত: যোগী আদিত্যনাথ

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার আট দফার নির্বাচন শুরু হয়েছে। এই ভোটযুদ্ধের ময়দানে ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হলেও মূলত লড়াই হচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, বুধবার (৭ এপ্রিল) জলপাইগুড়ির মালে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, ‘এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই রেগে আছেন যে, জয় শ্রী রাম বলার জন্য জেলে পর্যন্ত পাঠাতে পারেন তিনি।’

আবারও নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রচারে এসে তিনি বলেছেন, ‘জয় শ্রী রাম বলার জন্য জেলে পর্যন্ত পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ এছাড়া উত্তরপ্রদেশের মতো ‘সুশাসন’ পশ্চিমবঙ্গেও চালু করার কথা ঘোষণা করেছেন তিনি। 

এর আগেও এমন ঘোষণা একাধিকবার শোনা গেছে তার মুখে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

যোগী আদিত্যনাথ দাবি করেন,‘চার বছরে উত্তরপ্রদেশে দারিদ্রসীমার নীচে থাকা ৪০ লাখ মানুষকে সরকারি আবাসন দেয়া হয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একইভাবে সরকারি আবাসন পাবেন বাংলার মানুষও। বিজেপি সরকার মানে ডাবল ইজ্জতের সরকার। ভোটের ফলাফল ঘোষণা হতে বাকি আর ২৫ দিন। এরপরেই উত্তরপ্রদেশের মতো বাংলাতেও অপরাধীরা শাস্তি পাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর রাগ থাকতে পারে। রামের সঙ্গে কেন রাগ থাকবে? যিনি রামের সঙ্গে লড়াই করতে গিয়েছেন তিনিই হেরেছেন। বাংলায় তৃণমূলের হার নিশ্চিত।’ 
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ ধ্বনির প্রভাব পড়েছে বেশ কয়েকবছর ধরে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় করে বলেছিলেন, ‘যত জয় শ্রী রাম বলছে, পেট্রল-গ্যাসের দামও তত বাড়ছে।’

এবার তোপ দাগলেন যোগীও। 

তিনি এদিন বলেন, ‘রাজ্যের কৃষক-নারীদের সঙ্গে নেই দিদি। যারা অশান্তি করে তাদের সঙ্গে রয়েছেন তিনি।’

আমারসংবাদ/এএসএম