Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০৯:২৫ এএম


আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরিয়া

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। যদিও সিরিয়ান সেনাবাহিনী দাবি করেছে তারা এরই মধ্যে তা প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিরিয়ান সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের মিসাইলগুলো প্রতিহত করা হয়।

সানা জানায়, সকালের দিকে লেবাননের আকাশসীমা ব্যবহার করে দখলদার ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যদিও সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

রাজধানী দামেস্ক থেকে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শব্দ শোনা যায় এবং সিরিয়ার গণমাধ্যমে সে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলিদের হামলায় সিরিয়ার চারজন সেনা আহত হয়েছেন। এছাড়া কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

এ দিকে লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরায়েলের একটি যুদ্ধবিমানকে বাধা দেয়।

সিরিয়া ও ইসরায়েল কার্যত যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক বছর ধরে ইসরায়েল প্রায় নিয়মিত সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে।

আমারসংবাদ/এএসএম