Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শ্রীলঙ্কায় মিসেস ওয়ার্ল্ড গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০২:২০ পিএম


শ্রীলঙ্কায় মিসেস ওয়ার্ল্ড গ্রেপ্তার

শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার নাম ‘মিসেস শ্রীলঙ্কা’।‘মিসেস শ্রীলঙ্কা’পদক প্রদানের সময় বিচারকদের সিদ্ধান্ত উপেক্ষা করে রানার আপের মাথায় মুকুট পরিয়ে দেয়ার কারণে শ্রীলঙ্কা পুলিশ গ্রেপ্তার করেছে বর্তমান ‘মিসেস ওয়ার্ল্ড’ ক্যারোলাইন জুরি’কে। 

গত রোববার (৪ এপ্রিল) টেলিভিশনে প্রচারিত‘মিসেস শ্রীলঙ্কা’ বিজয়ী পুষ্পিকা ডা সিলভার মাথায় মুকুট পরিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে পুষ্পিকা বিচ্ছেদপ্রাপ্তা এমন অভিযোগে তার মাথা থেকে মুকুট খুলে নিয়ে তা পরিয়ে দেন রানার আপের মাথায়। 

ঘটনার আকস্মিকতায় পুষ্পিকা কাঁদতে কাঁদতে মঞ্চ ছেড়ে যান। তিনি বিচ্ছেদপ্রাপ্তা নন, বরং স্বামীর থেকে আলাদা থাকেন- বিচারকরা এমন মন্তব্য করে ওই মুকুট ও পদক তাকেই ফিরিয়ে দেন। 

পরবর্তীতে এ নিয়ে উত্তেজনায় মঞ্চে বড় ধরনের আঘাত পাওয়ার কথা জানান পুষ্পিকা। তিনি এ কারণে মামলা করার কথাও জানান।

উল্লেখ্য, বিবাহিত নারীদের জন্য ‘মিসেস ওয়ার্ল্ড’ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তারই অংশ ‘মিসেস শ্রীলঙ্কা’। প্রতিটি দেশের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন।

পরে এক সংবাদ সম্মেলনে মিসেস পুষ্পিকা বলেছেন, আমার মতো অনেক সিঙ্গেল নারী আছেন। তারা শ্রীলঙ্কায় এভাবে দুর্ভোগের শিকার। এই মুকুটটি আমি ওইসব নারীকে উৎসর্গ করলাম, যারা একা তাদের সন্তানদের মানুষ করছেন সিঙ্গেল থেকে। 

তিনি হতাশা প্রকাশ করে বলেন, ক্যারোলাইন জুরি মঞ্চে যে আচরণ করেছেন তা নিন্দনীয়। এ বিষয়ে মিসেস ওয়ার্ল্ড অর্গানাইজেশন তদন্ত শুরু করেছে। 

আমারসংবাদ/এএসএম