Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৫:০৫ এএম


সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার

২০২১ সালের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান ছেড়ে দেশে ফিরবেন যুক্তরাষ্ট্রের সেনারা।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত ঘোষণা দেবেন বলে মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র এর আগে চলতি বছরের ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল।

তালেবানকে দেওয়া ডনাল্ড ট্রাম্প প্রশাসনের ওই প্রতিশ্রুতি পূরণ ‘কষ্টকর’ হবে বলে বাইডেন আগেই জানিয়েছিলেন।

ওয়াশিংটন এবার সেনা প্রত্যাহারের শেষদিন হিসেবে ৯/১১ কে বেছে নিয়েছে। ২০ বছর আগে এই দিনেই পেন্টাগন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল।

যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট নেটোর কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে সহিংসতা কমানোর ক্ষেত্রে তালেবানরা এখন পর্যন্ত তাদের দেয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি।

তবে সেনা প্রত্যাহারের সময়কালে তালেবানরা যদি মার্কিন বাহিনীর ওপর হামলা চালায় তাহলে কট্টরপন্থি এ সশস্ত্র গোষ্ঠী ‘জোরালো প্রতিক্রিয়া’ দেখবে বলে সতর্ক করেছেন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
 
তালেবানের পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে চলতি মাসের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় সম্মেলনে তারা অংশ নেবে না।

আমারসংবাদ/এআই