Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

নন্দীগ্রামে মমতা হারলে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২১, ০৭:৫০ এএম


নন্দীগ্রামে মমতা হারলে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফের জয়লাভ করতে যাচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস- এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে নিজ আসন নন্দীগ্রামে এখনও পিছিয়ে দিদি।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রথম কয়েক রাউন্ডের ভোট গণনা শেষে অনেকটাই পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে পরাজয়ের শংকায় ফেলেছেন এক সময়ে তারই প্রধান অনুগামী বিজেপির শুভেন্দু অধিকারী। তবে এখনও বেশ কয়েক রাউন্ড ভোট গণনা বাকি।

এমন অবস্থায় দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে: মমতা কি পরাজিত হচ্ছেন নিজ আসনে? পরাজিত হলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন তিনি?

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন- নিয়ে চলছে আলোচনা। তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। নির্বাচনে হেরে গেলেও মমতার মুখ্যমন্ত্রী হতে কোনো সাংবিধানিক বাধা নেই।

নিয়ম হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নবনির্বাচিত বিধায়কেরা তাদের পরিষদীয় নেতা নির্বাচিত করবেন। সেই পরিষদীয় নেতা বিধায়ক না হলেও কোনো অসুবিধা নেই।

তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার ছয় মাসের মধ্যে তাকে কোনো একটি বিধানসভা কেন্দ্র বা বিধানপরিষদ থেকে নির্বাচিত হতে হবে। পশ্চিমবঙ্গে বিধানপরিষদ ব্যবস্থা নেই। এখানে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে।

আমারসংবাদ/আরএস