আন্তর্জাতিক ডেস্ক
মে ২, ২০২১, ০৯:৩৫ এএম
নন্দীগ্রামে সকাল থেকে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে পিছিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ এ তথ্য জানিয়েছে।
১৪ রাউন্ড শেষে মমতা এগিয়ে আছেন ২ হাজার ৩৩১ ভোটে। আরও তিন রাউন্ড ভোট গণনা বাকী রয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০৬টি আসনে ও বিজেপি ৭৪টি আসনে এগিয়ে রয়েছে।
আমারসংবাদ/আরএস