Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

২০৬ আসনে এগিয়ে মমতার দল, ৮৩ আসনে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২১, ০৯:৪৫ এএম


২০৬ আসনে এগিয়ে মমতার দল, ৮৩ আসনে বিজেপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০৬টি আসনে এগিয়ে রয়েছে। ৮৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

এদিকে নন্দীগ্রামে সকাল থেকে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে পিছিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ এ তথ্য জানিয়েছে।

১৪ রাউন্ড শেষে মমতা এগিয়ে আছেন ২ হাজার ৩৩১ ভোটে। আরও তিন রাউন্ড ভোট গণনা বাকী রয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

আমারসংবাদ/আরএস