Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ফিলিস্তিনে আজও ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২১, ০৫:৪৫ এএম


 ফিলিস্তিনে আজও ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ১৩৭

শনিবার (১৫ মে) সকালেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যহত রেখেছে।

গেলো সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত ৯৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতের পর শনিবার সকালেও গাজায় বিমান হামলা করেছে ইসরায়েল। হামলায় সোমবার থেকে এখন পর্যন্ত ৯২০ জন আহত হয়।

ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।

গতকাল শুক্রবারও সারা দিন গাজায় হামলা চালায় ইসরায়েল। তারা বলছে, কয়েক কিলোমিটারের সুড়ঙ্গ রয়েছে, যেখানে অস্ত্র প্রস্তুত করে হামাস। সেটি ধ্বংস করে রকেট হামলা বন্ধ করতে এ হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, গাজা থেকে আসা রকেট হামলার কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। হামাস এ হামলায় দায় স্বীকার করেছে। ইসরায়েলে এ পর্যন্ত একজন ইসরায়েলি সৈন্য, একজন ভারতীয় ও ছয়জন বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

আমারসংবাদ/এআই