Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সারাবিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২১, ১০:০৫ এএম


সারাবিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ লাখ ৩৪ হাজারও বেশি। একইসঙ্গে সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।  

বুধবার (২১ জুলাই) বিকাল ৪টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।  

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৯৬৫ জন এবং মারা গেছেন ৪১ লাখ ৩৪ হাজার ৮৬৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ১৬৮ জন। 
 
এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫০ লাখ ৮১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৫ হাজার ৩৬৩ জন।   

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ১২ লাখ ১৬ হাজার ৩৩৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন।       
 
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় ব্রাজিল। দেশটিতে এই পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখ ৪৪ হাজার ৩০২ জন।  

আমারসংবাদ/এআই