Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০৪:৪৫ পিএম


ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১২

টানা কয়েকদিনের ভারি বর্ষণের পর ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জন নিহত হয়েছেন। এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন। রাজ্যটির কঙ্কন অঞ্চলের রায়গড় জেলায় এই ঘটনা ঘটেছে। রয়টার্স সূত্রে এতথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা কবলিত অঞ্চল থেকে লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিকদের বলেন, অপ্রত্যাশিত অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় ভূমিধসের সৃষ্টি করেছে এবং বন্যার তৈরি করেছে।

বাঁধ এবং নদীগুলো উপচে পড়ছে। আমরা বাঁধ থেকে জল ছেড়ে দিতে বাধ্য হচ্ছি এবং আমরা নদীর তীরের নিকটবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি, যোগ করেন তিনি।

আমারসংবাদ/এমএস