Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

৯/১১ এর হামলার ২০ বছর

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৭:৩০ এএম


৯/১১ এর হামলার ২০ বছর

দুই দশক আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রে ঘটে গিয়েছিলো এক মর্মান্তিক দুর্ঘটনা। ২০ হাজার গ্যালন জেট ফুয়েল ভর্তি আমেরিকান এয়ারলাইনসের বোয়িং-৭৬৭ উড়োজাহাজ আঘাতে হেনেছিলো নিউইয়র্কের টুইন টাওয়ারে। আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে এই আত্মঘাতী হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায়। সেই হামলায় প্রাণ হারিয়েছিল ২ হাজার ৯৯৬ জন। আহত হয়েছিল আরও কয়েক হাজার মানুষ। ওই হামলা পুরো বিশ্বকেই বদলে দিয়েছে।

শোকাবহ পরিবেশে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াল হামলা ৯/১১ এর ২০তম বার্ষিকী পালন করছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় নিহতদের স্মরণে সমাধিতে গিয়ে ফুল দিয়ে- মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছেন স্বজনরা। নিহতদের স্মরণে পৃথক কর্মসূচির আয়োজন করেছে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। কেন্দ্রীয় সরকার ছাড়াও যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলোর পক্ষ থেকেও ৯/১১ এর নিহতদের স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে।

[media type="image" fid="141420" layout="big" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

নাইন-ইলেভেনের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। হামলার পর প্রথম দিনেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বড় ধস নামে। এক মাসেই চাকরি হারান ১ লাখ ৪৩ হাজার মানুষ। ধারণা করা হয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় আনুমানিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছিল।

[media type="image" fid="141421" layout="left_half" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক হিসাবে বলা হচ্ছে, ১১ই সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তান, ইরাক, পাকিস্তান ও সিরিয়াতে যুদ্ধ-বাবদ যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ছয় ট্রিলিয়ান ডলার।

উল্লেখ্য, এ ঘটনার জের ধরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আল কায়েদা দমনে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। এর দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সব সেনা সরিয়ে নিয়ে, আফগানিস্তান ২০ বছরের সামরিক অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।  


আমারসংবাদ/ইএফ