Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:০০ এএম


রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিশ্চিত করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ইয়লটা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইয়েস-এর সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, “আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ না হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  সেই সম্ভাবনাই দেখা দিয়েছে।”

রাশিয়া যখন বার বার বলছে যে, শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন আগ্রহ হারিয়েছে তখন এই কঠোর মন্তব্য করলেন জেলেনস্কি। তিনি আরো বলেছেন, “সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই। আমার কাছে মনে হয়, তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছি না।”   

সম্প্রতি আমেরিকা থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে।

আমারসংবাদ/ইএফ