Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মালয়েশিয়ায় ৯৩.০৭ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায়

মোহাম্মদ রনি সিকদার, মালয়েশিয়া

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৭:০৫ এএম


মালয়েশিয়ায় ৯৩.০৭ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায়

দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া করোনার ছোবলে লন্ডভন্ড হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে। শিথিল করা হয়েছে দ্বীর্ঘদিন ধরে চলতে থাকা লকডাউন।

দেশটিতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে এই পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৯৩ দশমিক ৭ শতাংশ মানুষ এবং পূর্ণ ডোজের ভ্যাকসিন নেয়া সম্পন্ন করেছেন ৮৩ দশমিক ১ শতাংশ মানুষ।

দেশটিতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ টিকা দেওয়া শেষ হলে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা যেতে পারবেন দেশটির বিভিন্ন রাজ্যের বিনোদনকেন্দ্রগুলোতে।

অন্যদিকে পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব। মালয়েশিয়ায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই লকডাউন শিথিলের পর বাড়ছে মৃত্যের সংখ্যা। 

মহামারি করোনাভাইরাসে দেশটিতে শনিবার (২৫ আগস্ট) ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে মারা গেছেন আরও ২২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৫৯ জনে।

মালয়েশিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮৯৯ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ লাখ ৮৫ হাজার ১৩১ জনে।

স্থানীয় সময় বুধবার (২৬ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৫৩৮ জন।

এছাড়া ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা সিনোভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার ১৪ দিন পর এই শিথিলতা প্রযোজ্য হবে। 

অন্যদিকে জনসন অ্যান্ড জনসন বা ক্যানসিনো ভ্যাকসিন নেয়ার ২৮ দিন পরে লোকজন এর আওতায় আসবে। 

তবে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশের সময় তাদের অবশ্যই ডিজিটাল কোভিড-১৯ টিকাকরণের সার্টিফিকেট এনফোর্সমেন্ট অফিসারদের দেখাতে হবে।

অন্যদিকে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝেও সংশ্লিষ্টরা আশা করছেন, গোটা বিশ্বের সাথে মালয়েশিয়াও খুব শিগগিরই মুক্তি পাবে করোনাভাইরাস থেকে। পর্যটন কেন্দ্রগুলো আবারও পর্যটকে মুখরিত হবে। আলোর ঝলকানিতে প্রাণ ফিরে পাবে শহরগুলো। এরমধ্য দিয়েই আগের রূপে ফিরবে স্বপ্নের দেশ মালয়েশিয়া।