Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নেপালে আকস্মিক বন্যা, ভূমিধসে ৪৩ জনের মৃত্যু

অক্টোবর ২০, ২০২১, ০৮:৫৫ এএম


নেপালে আকস্মিক বন্যা, ভূমিধসে ৪৩ জনের মৃত্যু

নেপালে টানা তিন দিনের ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছেন ৩০ জন। 

পাহাড়ি এই দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজধানী কাঠমান্ডু থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বুধবার (২০ অক্টোবর) জানায়, প্রাকৃতিক এই বিপর্যয়ে দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ মুখপাত্র বসন্ত কুমার বলেন, বাজে আবহাওয়া এবং টানা বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা গতকাল গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

নেপালের টেলিভিশনের খবরে পানির তোড়ে ফসল তলিয়ে কিংবা ভেসে যেতে দেখা গেছে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে।