Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

'তুমি পাকিস্তানি' বলে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৮:০৫ এএম


'তুমি পাকিস্তানি' বলে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পঞ্জাবের বিভিন্ন কলেজে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বলে রিপোর্ট করেছে 'হিন্দুস্তান'। হামলাকারীদের অধিকাংশই পঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন রয়েছে। 

[related nid="201430" layout="right"][/related]

হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, 'ফ্রি প্রেস কাশ্মীর'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রের ওপর হামলা হয়েছে। তাদের হোস্টেলের কক্ষে হামলা করা হয়।

[related nid="201451" layout="left"][/related]

আক্রান্ত এক ছাত্র হামলার লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। শিক্ষার্থীদের উপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আকিকে উদ্ধৃত করে ফ্রি প্রেস কাশ্মীর জানায় যে উত্তর প্রদেশ ও বিহারের কিছু ছাত্র তাঁর রুমে ঢুকে তাঁকে আক্রমণ করে।

আমারসংবাদ/ইএফ