Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

বাদাম বিক্রেতাকে লাখ টাকা দিলেন পুলিশ কর্মকর্তা 

নভেম্বর ২০, ২০২১, ০১:৪০ পিএম


বাদাম বিক্রেতাকে লাখ টাকা দিলেন পুলিশ কর্মকর্তা 

এক বৃদ্ধ বাদাম বিক্রেতা সারাজীবনে সঞ্চয় করেছিলেন লক্ষাধিক টাকা। স্বপ্ন দেখতেন, সেই টাকায় পরিবার ও প্রিয়জনকে সুখে রাখবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! হঠাৎ করেই স্বপ্নভঙ্গ হয় তার। একরাতে ডাকাতির খপ্পরে পড়ে খোয়াতে হয় সারাজীবনের জমানো সেই টাকা।  

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন বাদাম বিক্রেতা বৃদ্ধ। এমন সময় বৃদ্ধের কাছে ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন ভারতের শ্রীনগর পুলিশের কর্মকর্তা সন্দীপ চৌধুরী।  

ওই কর্মকর্তা অসহায় বৃদ্ধকে দান করেছেন এক লাখ টাকা। নিজের পকেট থেকেই সেই টাকা বৃদ্ধকে দেন সন্দীপ চৌধুরী।  

পুলিশের এমন মানবিক আচরণের উদাহরণ টুইট করেন জানিয়েছেন শ্রীনগরের মেয়র পারভেজ আহমদ কাদরি। সেই টুইট ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের প্রশংসা করেন অনেকেই।  

শ্রীনগরের মেয়র টুইটে লেখেন, ‘এভাবে এক অসহায়, একাকী বাদাম বিক্রেতা বৃদ্ধের পাশে ত্রাতা হিসাবে এগিয়ে এসে আপনি এক মহানুভবতার পরিচয় দিয়েছেন। স্যালুট স্যার। ’

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখছেন, ‘আপনিই সমাজের প্রকৃত হিরো।’

আমারসংবাদ/এমএস