Amar Sangbad
ঢাকা রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৩০ শ্রাবণ ১৪২৯

৭ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৯, ২০২১, ০৫:০০ এএম


৭ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে আরব আমিরাত

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ থেকে বাঁচতে ৭ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

ফ্লাইট স্থগিত দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে ওমিক্রনের সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি এবং হংকংয়ে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন থেকে বাঁচতে কড়াকড়ি আরোপ করেছে। সূত্র: গলফ নিউজ, খালিজ টাইমস

আমারসংবাদ/এমএস