Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভারতে সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৯:২০ এএম


ভারতে সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা, নিহত ১৩

ভারতের নাগাল্যান্ড রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলায় ১৩ কয়লা খনি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ১১ জন আহত আছেন এবং ২ জন নিখোঁজ রয়েছেন। 

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির মন জেলায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংগঠনগুলো অভিযোগ করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি বা নিহত লোকের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 
মন্তব্যের জন্য মন জেলার কর্তৃপক্ষ বা সেখানে থাকা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, প্যারা কমান্ডোরা ভুল করে ওই শ্রমিকদের বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (খাপলাং-ইয়ুং অং) সদস্য ভেবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।  

কয়লা খনি এলাকা তিরু ও নিহতদের গ্রাম ওটিংয়ের মধ্যবর্তী সড়কে ঘটনাটি ঘটেছে। দুই এলাকার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

কোনিয়্যাক নাগা সম্প্রদায়ের শীর্ষ সংস্থা কোনিয়্যাক হোহোর একজন নেতা জানান, ওই শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে খনি থেকে গ্রামে ফিরছিল। তারা প্রতি শনিবার বাড়িতে ফিরে রোববারটা পরিবারের সঙ্গে কাটিয়ে সোমবার আবার কাজে ফিরে যায়।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা এই নেতা পরিচয় না প্রকাশ করার শর্তে বলেন, “৪ ডিসেম্বর সন্ধ্যায় ৬ জন প্রাণ হারায় আর ৫ ডিসেম্বর সকালে আহত আরও ৭ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। 

ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ মন জেলার সদরদপ্তরে নেয়া হয়েছে।

আমারসংবাদ/এআই