Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মালয়েশিয়ায় নববর্ষ উদযাপনের পরিবর্তে প্রার্থনার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ১০:৩০ এএম


মালয়েশিয়ায় নববর্ষ উদযাপনের পরিবর্তে প্রার্থনার আয়োজন

২০২২ নববর্ষ উদযাপনের পরিবর্তে বন্যার্তদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হিসেবে প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর বিভাগের মন্ত্রী (ধর্ম বিষয়ক) ইদ্রিস আহমেদ, মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন বিভাগ এবং ইয়াসান ডাকওয়াহ ইসলামিয়া মালয়েশিয়াকে আগামীকাল পুত্রজায়ার পুত্রা মসজিদে নামাজের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আমি মালয়েশিয়া পরিবারকে আজ রাতে পুত্রজায়ার পুত্রা মসজিদে জামায়াতে মাগরিবের নামাজ, সালাত হাজত এবং দোয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও, টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল-হিজরাহ দ্বারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সারা দেশের মসজিদগুলোতে, বিশেষ করে রাজ্যের মসজিদগুরোতে প্রার্থনার জন্য অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান।

এদিকে, মালয়েশিয়ান পরিবারের অমুসলিম সদস্যরাও তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারেন বলেও তার পোস্টে লিখেন তিনি।

আমারসংবাদ/জেআই